সম্পর্ক ডেস্ক: ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই গড়ছে করোনা আক্রান্তের রেকর্ড। ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এতে করে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৩৮৯ জনে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৩৩৪ জনের। এতে করে মৃত্যু ১২ হাজার ছাড়িয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট প্রাণহানি ১২ হাজার ২৭৪ জন।
এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৬৯৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৫২.৯৫ শতাংশ।
ভারতে এখন পর্যন্ত ৬২ লাখ ৪৯ হাজার ৬৬৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। বুধবারই হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৪১২ জনের পরীক্ষা। তাদের মধ্যে ৭.৭৮ শতাংশ মানুষের করোনা পজিটিভ হয়েছে।
মহারাষ্ট্রে একদিনে ৩ হাজার ৩০৭ জনের আক্রান্তে মোট সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭৫২ জন। আক্রান্তের পাশাপাশি ৫ হাজার ৬৫১ জনের মৃত্যুতে সবার উপরে ভারতের এই রাজ্য। দুই হাজারের বেশি করোনা শনাক্তে তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।