দেবারতি ভট্টাচার্য,কোলকাতা।
দূর্যোগের রাত।
করিডোর-কার্নিশে শিলাবৃষ্টি–
আকাশ আজও মেঘাচ্ছন্ন
গতরাতের সমাধিস্থ ফসল পোকায় খাচ্ছে
দুরত্বের ধারালো কাচে এ ফোঁড় ও ফোঁড় মুখরতা
মহামারির টসটসে ফোস্কায় পৃথিবীর কপাল, ছ্যাঁকছ্যাঁকে
চোখ ছলছল ম্লানমুখ, ঘোর অসুখ
গৃহবন্দি ঢেউয়েরা মৌন অপরাহ্নে স্থির
সূর্য ওঠে সূর্য ডোবে, বিষণ্ণ ব্যালকনি
ভৈরব, মুছে দাও তুমি মৃত্যুদাগ –
শুভ হোক আগামী…