সম্পর্ক ডেস্ক: নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২০ জুন) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কামাল লোহানীর ছেলে সাগর লোহানী এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধিন ছিলেন তিনি।
এর আগে, বুধবার সকালে কামাল লোহানীকে (৮৬) হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।