সম্পর্ক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল।
পারিবারিক সূত্রে জানা যায়, গেল কিছুদিন ধরে অসুস্থ ছিলেন নাফিস। করোনার উপসর্গ থাকায় করোনায় আক্রান্ত হলেন কি-না নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষায় তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে পরিবারের সঙ্গে চট্টগ্রামেই আছেন নাফিস। তিনি রয়েছে আইসোলেশনে। নাফিসের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই তিনি। জাতীয় দল থেকে অবসরের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ প্রিমিয়ার লিগ-সহ (বিপিএল) ঘরোয়া টুর্নামেন্টের দলে ম্যানেজার হিসেবে কাজ করছেন নাফিস।