সম্পর্ক ডেস্ক: খুলনা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে এখন পয়ন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০ জন।
রোববার (২১ জুন) খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোববার খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ২০৯টি। এর মধ্যে ১৪০টি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে ১৩৪ জনই খুলনা জেলার।
এছাড়া যশোর জেলায় একজন, নড়াইল জেলায় একজন, বাগেরহাটে দুইজন ও গোপালগঞ্জ জেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এ জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন।