সম্পর্ক ডেস্ক: সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজ পালন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে টেলিফোনে তিনি এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২২ জুন) সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে টেলিফোন করেন। এ সময় করোনাভাইরাসের কারণে ঐতিহ্যগত হজ বাতিলের বিষয়টি জানান। এবার হজে এক হাজারেরও কম লোক অংশ নেবেন বলেও জানান সৌদির মন্ত্রী। পরে ড. মোমেন এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকরা আসন্ন হজে অংশ নিতে পারবেন। সোমবার সৌদি আরবের হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
আগামী ২৮ জুলাই চলতি বছরের হজ শুরু হওয়ার কথা রয়েছে।