সম্পর্ক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে আরো ৩ হাজার ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১লাখ ৬৭ হাজার ২৬৭ জনে।
একই সময়ে মারা গেছেন ৪১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৮৭ জন। নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১২ জন। এ নিয়ে মোট সুস্থ ১ লাখ ১২ হাজার ৭৯৭ জন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সৌদিতে গত কয়েকদিন ৪ হাজারের ওপরে প্রতিদিন করোনায় আক্রান্ত হলেও গত চারদিন থেকে আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে দেশটিতে সুস্থতার সংখ্যাও বাড়ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫৩ হাজার ৮৩ জন। তার মধ্যে ২ হাজার ১২৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত. বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এখন পর্যন্ত ৯৪ লাখ ৭৪ হাজার জন আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার লাখ ৭৮ হাজার জন।