সম্পর্ক ডেস্ক: ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৪০ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় এখন পর্যন্ত আক্রান্ত সাড়ে ৬ শ ছাড়িয়েছে।
বুধবার (২৪ জুন) ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, বিকেলে সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার এবং বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ২৯৫টি নমুনা পরীক্ষা রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে ৪০ জনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে এই জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫২ জনে।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, আখাউড়া উপজেলায় একজন, নাসিরনগর উপজেলায় একজন, কসবা উপজেলায় নয়জন, বিজয়নগর উপজেলায় একজন, নবীনগর উপজেলায় সাতজন, সরাইল উপজেলায় তিনজন এবং আশুগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন।