সম্পর্ক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ছুঁই ছুঁই। এই মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্বের সব শক্তিশালী দেশগুলোও। এর মধ্যে বিশ্বে অক্সিজেনের ঘাটতির কথা জানিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস জানান, বিশ্বের অনেক দেশই অক্সিজেন কনসেন্ট্রেটর পেতে অসুবিধার মুখে পড়ছে। জাতিসংঘ সংস্থার মহাপরিচালক বলেছেন, ‘অনেক দেশই এখন অক্সিজেন কনসেন্ট্রেটর পেতে অসুবিধার মুখোমুখি হচ্ছে। চাহিদা বর্তমানে সরবরাহ ছাড়িয়ে যাচ্ছে।’
মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ছাড়িয়েছে, প্রত্যেক সপ্তাহে তা ১০ লাখে পৌঁছাচ্ছে এবং মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। এই ভয়াবহ দুর্যোগের মুখে প্রতিদিন অক্সিজেনের ৮৮ হাজার বড় সিলিন্ডার কিংবা ৬ লাখ ২০ হাজার ক্লাব মিটারের সিলিন্ডারের চাহিদা দেখা দিচ্ছে বলে জানান তেদ্রোস।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শ্বাসতন্ত্রের জটিলতার জন্য হঠাৎ করে বেড়ে গেছে অক্সিজেন কনসেন্ট্রেটরের চাহিদা। স্বাস্থ্য সংস্থা উৎপাদনকারীদের কাছ থেকে ১৪ হাজার কনসেন্ট্রেটর কিনেছে এবং পরের কয়েক সপ্তাহে তা ১২০টি দেশে পাঠানোর পরিকল্পনা করছে ডব্লিউএইচও।