সম্পর্ক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে পেছনের সব রেকর্ড ভেঙে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে।
করোনা লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সর তথ্য মতে, বৃহস্পতিবার ৪০ হাজার ১৮৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পা্ওয়া গেছে। করোনা মহামারি শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ করোনা পজিটিভের ঘটনা।
যুক্তরাষ্ট্রে লকডাউন শিথিলের পর দেশটির বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে। টেক্সাস, আলাবামা, আরিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ইদাহো, মিসিসিপি, মিসৌরি, নেভাদা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা ও উইওমিংয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪ হাজার ৬৭৬ জন। বৃহস্পতিবার ২ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে, মোট ১ লাখ ২৬ হাজার ৭৮৫।