সম্পর্ক ডেস্ক: বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোভোস্কি জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগার মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন লিগের বরুসিয়া ডর্টমুন্ডের জ্যাডোন সানচো ও বায়ার লেভারকুজেনের কাই হাভার্জকে। ৫০ শতাংশ ভোট পেয়ে তিনি মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বায়ার্নের টানা অষ্টম বুন্দেসলিগা শিরোপা জয়ে দারুণ দুর্দান্ত অবদান রেখেছেন পোল্যান্ডের এই ফুটবলার। চলতি মৌসুমের লিগে করেছেন ৩৩ গোল। পাঁচ মৌসুমের মধ্যে চারবারই হলেন লিগের সর্বোচ্চ গোলদাতা।
বায়ার্নের হয়ে গেল পাঁচ মৌসুমে বুন্দেসলিগায় খেলা সবগুলো দলের বিপক্ষেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন ৩১ বছর বয়সি এই পোল্যান্ডের স্ট্রাইকার। গোল পাওয়া বাকি ছিল কেবল ফর্চুনা ডুসেলডর্ফের বিপক্ষে। গেল ৩০ মে লিগের ২৯তম ম্যাচে ফর্চুনার বিপক্ষেও গোল পান তিনি।
লেভানডোভোস্কি কি ব্যালন ডি’অর জয়ের কথা ভাবছেন?
‘আসলে আমি ব্যালন ডি’অর জয়ের কথা ভাবছি না। সেটা আমি কখনোই ভাবিনি। তবে আমি বিশ্বাস করি যেকোনো কিছু সম্ভব।’- যোগ করেন এই স্ট্রাইকার।