সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু প্রতিদিনই বেড়েই চলছে দেশে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৫ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৩. ১২ শতাংশ।
শনিবার (২৭ জুন) মহাখালী থেকে প্রতিদিনের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ১৮৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৭ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ১৮.৮১ শতাংশ।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯টি, পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৫৭ টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৫৮টি। মৃত্যুদের মধ্যে ৩২ জন পুরুষ, ২ জন নারী।