বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে।
করোনা লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারর্সের তথ্য অনুযায়ী, বিশ্বের ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ হাজার ২৭ জন ছাড়িয়েছে। মারা গেছেন ৪ লাখ ৯৯ হাজার ১০২ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ লাখ ১৫ হাজার ৩৫৩ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৮২ হাজার ৯৯৬ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৯৮৬ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ দেশ হচ্ছে ব্রাজিল। ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছেন ব্রাজিলে। মারা গেছেন ৫৬ হাজার ১৯৭ জন।
রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন। ভারতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন। যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫০ জন। সেখানে মৃতের সংখ্যা ৪৩ হাজার ৫১৪ জন।
স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন। মারা গেছেন ২৮ হাজার ৩৪১ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৩৬৪ জন, মৃত ৮ হাজার ৯৩৯ জন। চিলিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৭৬৬ জন, মৃত ৫ হাজার ৩৪৭ জন। ইতালিতে ২ লাখ ৪০ হাজার ১৩৬ ও ইরানে ২ লাখ ২০ হাজার ১৮০ জন আক্রান্ত হয়েছে।
এ ছাড়া লাখের বেশি আক্রান্ত হয়েছে জার্মানি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, ফ্রান্স, সৌদি আরব, বাংলাদেশ ও কানাডায়।