রাজধানীর শ্যামবাজার এলাকার কাছে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ।
সোমবার (২৯ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, সোমবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহউদ্দিন বলেন, প্রায় ৫০ ফুট গভীরতায় লঞ্চটি ডুবেছে। লঞ্চটি উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর একটি উদ্ধারকারী জাহাজ নিয়ে আসা হচ্ছে।
এর আগে, সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়।