গত ২৪ ঘণ্টায় নতুন করে নরসিংদীতে আরো ২২ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৩ জনে।
শুক্রবার (৩ জুলাই) নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, নতুন আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলা এলাকায় ১৮ জন, রায়পুরায় একজন, শিবপুরে ২ জন ও মনোহরদী উপজেলা এলাকায় একজন।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ২০৫ জনের। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৭ হাজার ৬০টি নমুনার। তার মধ্যে মোট এক হাজার ৪৪৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৯১৫ জন, পলাশে ১২৪ জন, শিবপুরে ১৩২ জন, রায়পুরাতে ১১০ জন, মনোহরদীতে ৭৭ জন ও বেলাবো উপজেলায় ৮৫ জন।
এই জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৫ জন।