ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন থানীয় মেয়র জিন ক্যাসটেক্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন
তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছেন।
শুক্রবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ। এরপরই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন ম্যাক্রন।
ইমানুয়েল ম্যাক্রনের দলের সদস্য নন জিন ক্যাসটেক্স। তিনি ডানপন্থি বিরোধী দলের সদস্য। তবে করোনাভাইরাসের কারণে জারি করা লকডাউন থেকে দেশকে বের করে নিয়ে এসে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর বিষয়টি দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির আমলে ক্যাসটেক্স এলিসি প্রাসাদে দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন।