২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৩৪ জন। যা এই জেলায় এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯ জনে।
রোববার (৫ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, মুকসুদুপুর উপজেলায় আটজন, টুঙ্গিপাড়া উপজেলায় ছয়জন ও কোটালীপাড়া উপজেলায় তিনজন রয়েছে। আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৫৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১২ জন মারা গেছেন। ৪৩১ জন সুস্থ হয়েছেন। ৩৫৬ জন জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।