যতই দিন যাচ্ছে, ততই পেছনের সব আক্রান্তের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে ভারতে। করোনার প্রকোপ চলছে পুরো ভারত জুড়েই। ভারতে গত সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা যেখানে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার বেড়েছে গত দুইদিন ধরে তা ২২ থেকে ২৪ হাজার ছুঁয়েছে।
ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তে হয়েছেন ২৪ হাজার ৮৫০ জন। একদিনের হিসেবে যা সর্বাধিক। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন।
দেশটিতে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যার বৃদ্ধি পাচ্ছে। মোট মৃত্যু ১৯ হাজার পেরিয়ে গেছে। গত একদিনে দেশটিতে ৬১৩ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৯ হাজার ২৬৮ জন দাঁড়িয়েছে।
ভারতে করোনায় মৃতদের মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৭১ জনের। প্রাদুর্ভাবের প্রথম থেকেই এই রাজ্য কার্যত সংক্রমণের শীর্ষে ছিল। এর পর সময় যত গড়িয়েছে, এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। রোববার রাজ্যে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৭৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এ নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত হলেন দুই লাখ ৬৪ জন।
রাজধানী দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে রোববার তিন হাজার ছাড়াল। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছেন ১ হাজার ৯২৫ জন।