গত ২৪ ঘণ্টায় ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে গত ফেব্রুয়ারিতে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানি।
রোববার (৫ জুলাই) ইরানিয়ান স্বাস্থ্য কর্তপক্ষ এই ঘোষণা দেয়।
ইরানের আগের মৃত্যুর রেকর্ড ছিল গত সোমবার ১৬২ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি জানান, নতুন মৃত্যুসহ মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭১ জন। রোববারের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, ‘২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬০ জনের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছে, মোট সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জন।’
সংক্রমণ কমতে থাকায় মে মাসের শুরুতে লকডাউন শিথিল করেছিল ইরান। কিন্তু আবার আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে এমন দিনে মৃত্যুর রেকর্ড হলো যেদিন থেকে মাস্ক ব্যবহারে কঠোর হচ্ছে সরকার।