এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রসিডেন্ট জেইর বোলসোনারো।দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৭ জুলাই) এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, করোনা পরীক্ষায় রিপোর্টে পজিটিভ এসেছে।
প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা পরীক্ষা করা হয়।স্থানীয় সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর মধ্যে করোনা উপসর্গ ছিল। তিনি জ্বরে ভুগছিলেন।তার জ্বর ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট।
সোমবার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমবেত সমর্থকদের তিনি বলেন, তার করোনার পরীক্ষা করানো হয়েছে। তবে সবকিছু ঠিকঠাক আছে। মুখে মাস্ক পরিহিত বোলসোনারো আরো ঘোষণা দেন, তার একটি আলাদা মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তাতে তার ফুসফুস পরিষ্কার দেখা গেছে।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছেই।এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৩ হাজার ৫৩৯ জনে দাঁড়িয়েছে।মারা গেছেন ৬৬ হাজার ৯৩ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৭২ হাজার ২২৯ জন।