বগুড়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫০১ জনে।যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া, একই সময়ে নতুন করে মারা গেছেন আরো ২ জন।এ নিয়ে এই জেলায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে।
বুধবার (৮ জুলাই) সকালে বগুড়া ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- বগুড়া সদরে ৪৩ জন, শাজাহানপুর উপজেলায় ৪ জন, শিবগঞ্জ উপজেলায় ৩ জন, গাবতলী উপজেলায় ২ জন, সারিয়াকান্দি উপজেলায় ১ জন, সোনাতলা উপজেলায় ১ জন এবং দুপচাঁচিয়া উপজেলায় ১ জন।
তিনি জানান, বগুড়ায় ২৪৮ জনের নমুনার ফলাফলে এই ৫৫ জন শনাক্ত হয়েছে।এদের মধ্যে পুরুষ ৩৯ জন, নারী ১৫ জন ও শিশু১জন।
এই জেলায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৭ জন।এর মধ্যে নতুন সুস্থ হয়েছেন ১৭৯ জন।