বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৬ জন মারা গেছেন।এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ জনে।
এছাড়া, একই সময়ে নতুন করে আরো ৩ হাজার ৪৮৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।এ নিয়ে বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ১৩৪ জনে।
বুধবার (৮ জুলাই) মহাখালী থেকে প্রতিদিনরে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৭৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬.৯৬ শতাংশ। নতুন করে সারা দেশে থেকে ১৫ হাজার ৮৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়।৭৩টি ল্যাবে ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়।এখন পর্যন্ত সারা দেশে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২ জনের নমুনা।
আক্রান্ত বিবেচনায় মৃত্যুরহার ১.২৮ শতাংশ জানিয়ে তিনি বলেন, মৃতদের মধ্যে ৩৮ জন পুরুষ, ৮ জন নারী। এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৭৪১ জন পুরুষ ও ৪৫৬ জন নারী।