কক্সবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাবেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫০০ জন। আর মৃত্যু হয়েছে ৫ রোহিঙ্গাসহ ৪০ জনের।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে কক্সবাজার মেডিক্যাল কলেজের (কমেক) অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।
প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, ‘কক্সবাজারের আটটি উপজেলা ও উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববর্তী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার থেকে সংগৃহীত সন্দেহভাজন ৩৫২ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত হওয়া ৪৬ জনই নতুন করে আক্রান্ত।
তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৪৭ জনের মধ্যে ৪৫ জন কক্সবাজারের বাসিন্দা রয়েছে। পার্শ্ববতী বান্দরবান জেলার রয়েছে এক জন বাসিন্দা রয়েছে। আর বাকি একজন ফলোআপ রোগী।