ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় নতুন করে চিকিৎসকসহ আরো ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২১ জনে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সানজিদা জানান, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৭ জন, আশুগঞ্জ উপজেলায় ৬ জন, নাসিরনগর উপজেলায় ৩ জন, আখাউড়া উপজেলায় ২ জন, বিজয়নগর উপজেলায় ২ জন, সরাইল উপজেলায় ১ জন ও কসবা উপজেলায় ১ জন।
এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০৯ জন। মারা গেছেন ২৪ জন।