বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। পেছনের সব রেকর্ড ভেঙে হচ্ছে নতুন নতুন রেকর্ড। করোনাভাইরাসে আক্রান্তে একদিনে নতুন রেকর্ড হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৮ হাজার ১০২ জন।
এর আগে গত ৭ জুলাই সর্বোচ্চ ২ লাখ ১২ হাজার ৩২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। তার আগে ২৮ জুন করোনায় আক্রান্ত হয়েছিল সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার ৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ২ লাখ ২৮ হাজার ১০২ জনের মধ্যে তিনটি দেশ মিলিয়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৬৪ জন। দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ৬১ হাজার ৬৭ জন, ব্রাজিলে ৪২ হাজার ৯০৭ জন ও ভারতে ২৫ হাজার ৭৯০ জন।
বিশ্বে করোনাভাইরাসে ২১৩টি দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ১৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ৫৯ হাজার ৮৪২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭২ লাখ ৯৭ হাজার ৪৮৭ জন।