গত ২৪ ঘণ্টায় খুলনায় নতুন করে আরো ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত খুলনায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫ জনে।
রোববার (১২ জুলাই) সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শেখ সাদিয়া মনোয়ারা জানান, খুলনায় মোট শনাক্তদের মধ্যে ১ হাজার ৯২৭ জন পুরুষ, ৮৫৬ জন নারী ও ১৫৪ জন শিশু। মোট শনাক্তের ৬৬ শতাংশ পুরুষ, ২৯ শতাংশ নারী ও ৫ শতাংশ শিশু। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯১১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৪ জন।
তিনি জানান, খুলনা মহানগরী থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২ হাজার ৩৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া, দাকোপে ৫৯ জন, বটিয়াঘাটায় ২৯, রূপসায় ১১৭, তেরখাদায় ৩৪, দিঘলিয়ায় ৭০, ফুলতলায় ১৩৩, ডুমুরিয়ায় ৬৩, পাইকগাছায় ৪৬ ও কয়রায় ১৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে