নরেশ মধু
রাস্তায় নেড়ি কুত্তার মিছিল
খালি রাজপথ গাড়ি নেই
বাস নেই বেজায় খুশি
কোথাও কোাথাও হুইসেল
এলোপাথারি ছুটো ছুটি
শুন-শান শব্দ ভেঙে গোগানির শব্দ
চিৎকার বোবা কান্নার কুরণ স্পদন
যেন হঠাৎ কেঁপে ওঠা
রাজ পথের ইট কাঠ
দেয়ালের সব ছবি কোথাও নেই
জল কলের শব্দ নেই। সব জল কল বন্ধ
নোনা স্বোদে ভেজে গেছে আলোমিতর লাল শাড়ি
এখনও তাঁতীর হাতের ওম মিশে আছে
শাড়ির ভাঁজে ভাঁজে বারুদের গন্ধ
কষ্ট বেদনা আগুন – দুঃখ জমাবার
ঠাঁই নেই কোথাও যুদ্ধ না হোক
চলছে দমচাপা সন্ত্রাস বাড়িয়ে তুলছে উত্তেজনা
যুদ্ধ যুদ্ধ খেলা বিড়ম্বনায় মূল্যবোধ বিবেকহীন
রাজ পথ মানুষ চলছে গলির পথে
নেড়ি কুত্তার সারি সারি মিছিল
নিমিষে হারিয়ে যায়
বিবেকহীন মানুষ অন্ধকারে