একদিনের ব্যবধানে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের চেয়ে রোববার এসে অনেক কমে গেছে।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪ হাজার ৮৩১ জন করোনাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কিছুদিন ধরে প্রতিদিন মৃত্যু ১ হাজার অতিক্রম করলেও রোববার (১২ জুলাই) সেটা ছিলো ৬৩১ জনে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, করোনা মহামারি শুরুর পর দক্ষিণ আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ১৮ লাখ ৬৪ হাজার ৬৮১ জনের করোনাভাইরাস পজিটিভ হয়েছে। করোনায় মোট মারা গেছেন ৭২ হাজার ১০০ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিল। ৩৩ লাখের বেশি আক্রান্ত নিয়ে তাদের ওপরে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও শীর্ষে দেশটি, মোট প্রাণহানি ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জন।