ঝিনাইদহ জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ জেলায় নতুন করে আরো ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
শনাক্তদের মধ্যে সদর হাসপাতালের নার্স নুরজাহান বেগম, পুলিশ লাইনসের পুলিশ সদস্য মেহেদী হাসান, তুহিন শিকদার ও আব্দুর রহমানসহ সদর উপজেলায় ২০ জন; শৈলকূপা উপজেলায় তিনজন, হরিণাকুণ্ডুতে দুইজন, কালীগঞ্জে ১০ জন এবং কোট চাঁদপুর উপজেলায় দুইজন রয়েছেন।
সিভিল সার্জন জানান, পুলিশ সদস্যদের পুলিশ লাইনস হাসপাতালে এবং বাকি সবাই বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।
করোনায় আক্রান্ত হয়ে শৈলকূপা উপজেলায় তিনজন, সদর উপজেলায় দুইজন ও কালীগঞ্জ উপজেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে।