বিগত ৪০ দিনে দক্ষিণ আফ্রিকার দেশ লিবিয়ায় বিভিন্ন গণকবর থেকে ২২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
লিবিয়ার জাতিসংঘ সমর্থিক সরকার বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানিয়েছে।
গত জুন মাসে তারহুনা অঞ্চল হাফতার বাহিনীর হাত থেকে মুক্ত করে নিয়ন্ত্রণে নেয় সরকারি বাহিনী। তারপর থেকে সেখানে একের পর এক গণকবরের সন্ধান মিলতে থাকে। বিগত ৪০ দিনে তারহুনা অঞ্চলের বিভিন্ন গণকবর থেকে ২২৫ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। মৃতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
তার আগে লিবিয়া সরকারের প্রেস অফিস জানায়েছিলো, ৫ থেকে ২৮ জুন পর্যন্ত তারা তারহুনার বিভিন্ন গণকবর থেকে ২০৮টি মরদেহ উদ্ধার করেছে। সে সময় তারহুনা শহরের হাসপাতাল থেকে শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছিল বিভিন্ন কন্টেইনার ও একাধিক পানির কূপ থেকে।
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের দাবি অনুযায়ী ২০১৯ সাল থেকে এ পর্যন্ত হাফতার বাহিনী বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ১ হাজার মানুষকে হত্যা করেছে।