গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে নতুন করে আরো ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৬ জনে।
এছাড়া, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুইজন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এসব তথ্য নিশ্চিত করেন।
ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, করোনায় নতুন আক্রান্তদের মধ্যে নবীগঞ্জ উপজেলায় ৬ জন, হবিগঞ্জ সদর, বাহুবল ও চুনারুঘাট উপজেলায় একজন আছেন। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন নবীগঞ্জের স্বাস্থ্যকর্মী এবং অপরজন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক।
হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ১১ এপ্রিল থেকে হবিগঞ্জে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯৬ জন। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরে (শায়েস্তাগঞ্জসহ) ৪০৫, চুনারুঘাটে ১৬৩, মাধবপুরে ১৩৮, নবীগঞ্জে ১০৯, বাহুবলে ৬৯, লাখাইয়ে ৩৯, বানিয়াচং-এ ৪১ ও আজমিরীগঞ্জ উপজেলায় ৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪০ জন ও মারা গেছেন আটজন।