গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ জেলায় নতুন করে আরো ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২১ জন। আর মৃত্যু হয়েছে ১১ জনের।
শনিবার (১৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. সেলিনা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. সেলিনা জানান, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ল্যাব থেকে ৯৮টি নমুনার পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬৪টি নেগেটিভ ও ৩৪টি পজিটিভ।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২২ জন, শৈলকুপায় একজন, হরিণাকুণ্ডুতে একজন, কোটচাঁদপুরে চারজন ও কালীগঞ্জ উপজেলায় ছয়জন রয়েছেন। আক্রান্ত সবাইকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত এই জেলায় শৈলকূপা উপজেলায় তিনজন, সদর উপজেলায় তিনজন ও কালীগঞ্জ উপজেলায় পাঁচজনের করোনায় মৃত্যু হয়েছে।