মহামারি করোনাভাইরাস মাঝে একটু কমতে শুরু করে আবার জেকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক থেকে শুরু করে কয়েকটি রাজ্যে সংক্রমণ কমলেও বেড়েছে অন্যান্য রাজ্যগুলোতে। আর সেই জন্য দৈনিক আক্রান্তের সংখ্যাও বাড়ছে রেকর্ড গতিতে। গত দুইদিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৭৩ জন।
বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিল ৭০ হাজার ৬৭৪ জন। আর শুক্রবার আক্রান্ত হয়েছে রেকর্ড ৭৭ হাজার ৪৯৯ জন। অর্থাৎ, দুইদিনেই ৭০ হাজারের অধিক আক্রান্ত হয়েছে সেখানে। গড় ৭৪ হাজার ৮৬!
শনিবারও (১৮ জুলাই) আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী দেশটিতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এইদিন করোনায় আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ২৫৯ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মারা গেছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জন। যা বিশ্বের মোট মৃতের প্রায় চার ভাগের এক ভাগ।
বিশ্বে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ৬ লাখ ৪ হাজার ৯৬৩ জন। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৪ লাখ ২৯ হাজার ৩৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৮৬ লাখ ২০ হাজার ৯৫০ জন।