করোনা সংকটকালে পাকশী রেলভূমি থেকে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ ও পুনর্বাসনের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উচ্ছেদের তালিকায় থাকা সহস্রাধিক পরিবার গতকাল রোববার শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করে।
পথসভায় বলা হয়, অবিলম্বে দাবি মানা না হলে ঈদের পর তারা গণঅনশন কর্মসূচি গ্রহণ করবে।
মানববন্ধন ও পথসভা কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার কাজী সধরুল হক সুধা। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ্, পাকশীর সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, পাবনা জেলা পরিষদের সদস্য ছাইফুল আলম বাবু মন্ডল, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক, পাবনা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সঙ্গীত শিল্পী আনিকা শামা উপমা প্রমুখ।