যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সহকারীর হাতে খুন হওয়া রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
নিউ ইয়র্ক স্থানীয় সময় রোববার দুপুরে ‘মিট হাডসন নুর ইসলামিক সিমেট্রি’তে তাকে সমাহিত করা হয়। জানাজায় ফাহিমের পরিবার ছাড়াও বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
নিজের অ্যাপার্টমেন্ট থেকে গত মঙ্গলবার ফাহিমের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে নিউ ইয়র্কের পুলিশ। তার হাত, পা, মাথা সব বিচ্ছিন্ন করা ছিল। তদন্ত কর্মকর্তাদের বিশ্বাস, ফাহিমকে হত্যার পর টুকরো টুকরো করে মরদেহ স্যুটকেসে ভরে গুম করার পরিকল্পনা ছিল খুনির। তবে, কেউ এসে পড়ায় হয়তো কাজ অস্পূর্ণ রেখেই পালিয়ে যায় সে।
সম্প্রতি ফাহিমের কাছ থেকে তার ব্যক্তিগত সহকারী টাইরিস হ্যাসপিল প্রায় এক লাখ ডলার চুরি করেন। তবে এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা না নিয়ে হ্যাসপিলকে কিস্তিতে টাকা ফেরত দেওয়ার সুযোগ দিয়েছিলেন ফাহিম।
তদন্তকালে গোয়েন্দারা ফাহিমের ফোনে পাওয়া একটি টেক্সট মেসেজ থেকে এই টাকা চুরির বিষয়ে জানতে পেরে হ্যাসপিলের ওপর নজরদারি শুরু করেন। পরে গত শুক্রবার (১৭ জুলাই) গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারের পরপরই হ্যাসপিলের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়।