দুই সদস্যের একটি দল মহামারি করোনাভাইরাসের উৎপত্তি সন্ধানে ইতিমধ্যে চীনে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
এই মাসের শেষের দিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বড় একটি দল করোনাভাইরাসের উৎপত্তি চীনে পাঠাবে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত এই সংস্থাটি।
এমনটাই জানিয়েছেন হুর জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান।
যে দুই সদস্যের দলটি রয়েছে তাদের দারুণ সহযোগিতা করছে করোনা আক্রান্ত প্রথম দেশ চীন। দলটির প্রতি চীনের এমন সহযোগিতাপূর্ণ মনোভাব দেখানোয় দারুণ সন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সেই জন্য মাইক রায়ান বলেছেন— আমরা খুবই সন্তুষ্ট যে চীন আমাদের দুই সদস্যের দলটিকে দারুণ সহযোগিতা করছে। আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আরো বড় একটি দল চীনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। অবশ্য কিছুটা সময় লাগবে এই দলটি পাঠাতে। আশা করছি জুলাইয়ের শেষ দিকে আমরা দ্বিতীয় দলটিকে পাঠাতে পারবো।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে শুরু হওয়া করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার ৯০৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৮ হাজার ৯৮৭ জন।