বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। করোনা লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়াল্ডোমিটার্স থেকে এই তথ্য জানা যায়।
টানা কয়েকমাস ধরে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। প্রতিদিনই যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতির ভয়াবহতার বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত হয়তো এই পরিস্থিতি ভালো হওয়ার আগে আরো খারাপ হতে পারে।’
যুক্তরাষ্ট্রের পর আক্রান্ত দেশগুলোর তালিকায় এরপর রয়েছে, ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। জানুয়ারির প্রথম দিকে চীনের উহান শহরে করোনার সংক্রমণের বিষয়টি জানানো হয়। মাত্র ১৫ সপ্তাহের মধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যায়। অথচ ছয় মাস পর গত আট দিনে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০ লাখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারিভাবে আক্রান্ত ও মৃতের যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে, তা আসলে প্রকৃত সংখ্যা নয়। কারণ অনেক দেশেই পর্যাপ্ত করোনা পরীক্ষার ব্যবস্থা নেই।