নেপালে প্রায় চার মাস পর লকডাউনের অবসান হলো।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরেছে দেশটি।
গত মার্চে দেশটিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই দেশজুড়ে লকডাউন ঘোষণা করে নেপাল সরকার।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নেপালে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন।
নেপালি গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশজুড়ে লকডাউন প্রত্যাহার হলেও স্কুল ও সিনেমা হলগুলো বন্ধ থাকবে। এছাড়া বড় ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। ৩০ জুলাই থেকে খুলছে সব হোটেল ও রেস্তোরাঁ। ১৭ আগস্ট থেকে চালু হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। নেপালে প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়ার আগে সব আন্তর্জাতিক যাত্রীকে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।