আয়া সোফিয়াকে মসজিদে রূপ দেওয়ার পর প্রথম জুমায় হাজারো মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ৮৬ বছর পর প্রথম জুমার নামাজ আদায় হয়েছে তুরস্কের ইস্তাম্বুলের হায়া সোফিয়া মসজিদে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এরদোয়ান ও তার সরকারের শীর্ষ মন্ত্রীরা করোনা সংক্রমণের সতর্কতা হিসাবে মাস্ক পরে এসেছিলেন। মসজিদে বিছানো হয়েছিলো নীল রঙের কার্পেট।
অনকে অনকে মুসল্লির সমাগম হতে পারে ভেবে আগে থেকেই ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছিল।
আল-জাজিরার সাংবাদিক বলেছেন, ঐতিহাসিক উপদ্বীপে নগরীর প্রাণকেন্দ্রে গত রাত থেকেই লকডাউনে আছে। যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হায়া সোফিয়ার বাইরে থেকে হাজার হাজার মানুষ আসবে বলে প্রত্যাশা করা হয়েছিল। ইস্তাম্বুলের বাইরে থেকে অনেকে জায়াগা পেতে রাতেই রওনা হয়েছিলেন।
সাইত কোলাক নামে এক স্থানীয় বলেছেন, ‘আমাদের ৮৬ বছরের আকাঙ্খার দিন শেষ হচ্ছে আজ। আমাদের প্রেসিডেন্ট ও আদালতের সিদ্ধান্তকে ধন্যবাদ।’