ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ২ জুলাই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৬ লাখের বেশি। সেখান থেকে প্রায় তিন সপ্তাহের মধ্যে তা দ্বিগুণ হলো।
এ দিকে টানা তৃতীয় দিন দেশটিতে ৪৫ হাজারের বেশি নতুন করোনা রোগী পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত ভারতে ৪৮ হাজার ৯১৬ জনের করোনা ধরা পড়েছে। আর তাতেই করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৩৬ হাজার ৮৬১ জন। গত শুক্রবার দেশে আক্রান্ত ১০ লাখ পেরিয়েছিল।
আক্রান্তে দিক থেকে সবচেয়ে বাজে পরিস্থিতিতে আছে মহারাষ্ট্র রাজ্য। শুক্রবার ৯ হাজার ৬১৫ জনের করোনা পজিটিভ এসেছে, যার মধ্যে মুম্বাইয়ে ১ হাজার ৫৭ জন। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে হলো ৩ লাখ ৫৭ হাজার ১১৭ জন। এই রাজ্যে একই দিনে নতুন করে ২৭৮ জনের মৃত্যুতে প্রাণহানি হলো ১৩ হাজার ১৩২ জনের।
ভারতে একই সময়ে ৭৫৭ জন মারা গেছেন প্রাণঘাতী ভাইরাসে। করোনা এখন পর্যন্ত ৩১ হাজার ৩৫৮ জন ভারতীয়র প্রাণ কেড়েছে। তাতে বিশ্বে মৃত্যুর সংখ্যায় ফ্রান্সকে টপকে ষষ্ঠ স্থানে উঠে গেছে ভারত, যেখানে তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো ও ইতালি।
এদিন রেকর্ড ৩২ হাজার ২২৩ জন সুস্থ হয়ে গেছেন, মোট ৮ লাখ ৪৯ হাজার ৪৩২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩.৫৩ শতাংশ এবং পজিটিভের হার ১১.৬২ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ ৪ লাখ ২০ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।