টানা ১৩তম বারের মতো ফরাসি কাপের শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। ফরাসি কাপের ফাইনালে সেইন্ট এতিয়েনকে ১-০ গোলে হারিয়ে এই শিরোপা জিতে নেয় পিএসজি।
ফরাসি কাপের আসরে টানা চারবার শিরোপা জেতার পর গত মৌসুমে রানার্স আপ হয়ে থামতে হয় প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। তবে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান তারকা নেইমারের গোলে আবার ফরাসি কাপের শিরোপা ফিরলো পিএসজির ঘরে।
মহামারি করোনাভাইরাসের কারণে গত মার্চে ফুটবল বন্ধ হয়ে যাওয়ার পর এই ম্যাচ দিয়ে ফ্রান্সে আবার ফিরলো প্রতিযোগিতামূলক ফুটবল। স্তাদে ডি ফ্রান্সে স্বল্পসংখ্যক দর্শক নিয়ে অনুষ্ঠিত হয় ফরাসি কাপের ফাইনাল।
ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল পিএসজি। কিলিয়ান এমবাপ্পের থ্রু বল ধরে একটুর জন্য বল জালে পাঠাতে পারেননি নেইমার। তবে সেই আক্ষেপ ঘোচান ম্যাচের ১৪ মিনিটের মাথায়।এবারও এমবাপ্পে-নেইমার জুটিতে আসে ম্যাচের একমাত্র জয়সূচক গোল। এতিয়েনের ডিফেন্ডার ডেবুচির ভুলে বল পেয়ে যান ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। সেই বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে জোরালো শট নিলেও এতিয়েন গোলরক্ষক মউলিন ফিরিয়ে দেয়। ফিরতি বল পেয়ে যান নেইমার। এই ব্রাজিলিয়ান বল জালে জড়াতে কোনো ভুলই করেননি।
তবে ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারতো এতিয়েনও। ম্যাচের ৫ মিনিটের সময় এতিয়েন মিডফিল্ডার ডেনিস বানগারের শট পোস্টে লেগে ফিরে গেলে বেঁচে যায় চ্যাম্পিয়নরা।