জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগে পাঁচ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হতে নিয়েছে। ফলদ, বনজ, ঔষধিসহ ফুলগাছ রোপণের মধ্যদিয়ে গতকাল শুক্রবার এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডি আর এম) মো: আসাদুল হক।
এ উপলক্ষে অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম, নিরাপত্তা বাহিনী পাকশীর বিভাগীয় কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান, সহকারি বাণিজ্যিক কর্মকর্তা মাসুদ সরোয়ার প্রমুখ।
বৃক্ষরোপণ উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে ডি আর এম মো: আসাদুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পাকশী রেলবিভাগ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পর্যায়ক্রমে পাঁচ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার থেকে শুরু শুরু করা হলো বৃক্ষরোপণের কাজ। পাকশী রেল অফিসার্স কলোনি, অফিস চত্তর, রেলওয়ের স্টেশন ও এখনকার ফাঁকা ও পরিত্যক্ত জমিতে এসব বৃক্ষরোপণ করা হবে। কোনো ফাঁকা জমি পতিত থাকবেনা। বৃক্ষরোপণের ফলে প্রাকৃতিক সৌন্দর্যময় শহর পাকশী আরো প্রাণ ফিরে পাবে।