দেবারতি ভট্টাচার্য
পড়ার টেবিলের ড্রয়ারে
আমিও লুকিয়ে রেখেছিলাম কিছু শব্দ
ড্রয়ার খুলতেই দেখি
মেঘ হয়ে গজিয়ে উঠেছে, পেখম তুলেছে
হাতের আস্তিনে চটকরে লুকিয়ে ফেলেছি মিহি রোদ্দুর
নদীর ওপারেও শব্দ জমে জমে মেঘ করেছে
আমার উঠোন ধুয়ে দিচ্ছে বৃষ্টিপ্রবণ চোখের ইশারা-
এখন আষাঢ় মাস…