ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছে। দেশটিতে রোববার (২৬ জুলাই) করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্তের পাঁচ মাস পূর্ণ হলো
মহামারি শুরুর ১৫২ দিন শেষে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ২৩ হাজার ৭৯৮ জন।
নতুন করে আরো ২৪ হাজার ৫৭৮ জন করোনায় আক্রান্তের খবর দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী।
প্রাণঘাতী এই ভাইরাসে একই সময়ে আরো ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। আর তাতে ব্রাজিলে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার।
গত ২৬ ফেব্রুয়ারি দেশটিতে প্রথম রোগী শনাক্ত হয়। তারপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
বিশ্বে আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের অবস্থান শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের পরে, যে দেশে মোট রোগী ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুতেও মার্কিনিদের পরে আছে ব্রাজিল।