পবিত্র হজ উপলক্ষে প্রতি বছর ৯ জিলহজ নিয়ম মেনে এই গিলাফ পরানো হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় কাবায় নতুন গিলাফ পরানো হচ্ছে বৃহস্পতিবার।
সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতি বছর সূক্ষ্ম কারুকাজে পরিবেষ্টিত এই কালো গিলাফ বহন করে নিয়ে যান কাবার দ্বাররক্ষীরা। বৃহস্পতিবার ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজে অংশগ্রহণ করবেন।
গিলাফে ব্যবহৃত হয় ৬৭০ কেজি আসল রেশমি সুতা। ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রুপা মাখানো সুতা দিয়ে এর মধ্যে কুরআনের আয়াত ও কালিমা লেখা থাকে। ৪৭টি খণ্ডে থাকা এই গিলাফ পরে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। পুরো গিলাফের অংশগুলো বিভিন্ন দেশে উপহার হিসেবে পাঠানো হয়।