এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন। হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করেছে বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে।
করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর ৫৪ বছর বয়সি ব্রায়ান বাড়িতে আইসোলেশনে চলে গেছেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, ব্রায়ানের লক্ষণগুলো হালকা। প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের জন্য এগুলো ঝুঁকিপূর্ণ ছিল না।
ট্রাম্প প্রশাসনের মধ্যে ও’ব্রায়েনই হচ্ছেন প্রথম শীর্ষ কর্মকর্তা যিনি করোনায় আক্রান্ত হলেন। শেষ কবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই সপ্তাহ আগেও মায়ামি সফরে ট্রাম্পের সঙ্গী ছিলেন ব্রায়ান।