পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি বর্ষীয়ান জননেতা ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ এমপি পুত্র গালিবুর রহমান শরীফ সাংবাদিকদের সংগে ঈদপূর্ব শুভেচ্ছা মত বিনিময় করেছেন। গালিব শরীফ আসন্ন পাবনা-৪ আসনে উপনির্বাচনে এমপি পদে সম্ভব্য মনোনয়ন প্রত্যাশী।
গতকাল বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স কক্ষে এই শুভেচ্ছা বিনিময় করেন। ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার কুন্ডু এতে সভাপতিত্ব করেন।মতবিনিময়ের শুরুতে ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ভাষাসংগ্রামী সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক, বাসস প্রতিনিধি আবুল হাশেম, সাপ্তাহিক ঈশ্বরদীর কাগজ সম্পাদক ও প্রেসক্লাবের সহসভাপতি কে এম আবুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার, পাবনা জেলা পরিষদ সদস্য প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, ক্রীড়া সম্পাদক ও দাশুড়িয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, আমাদের সময় প্রতিনিধি শেখ ওয়াহেদ আলী সিন্টু, সাপ্তাহিক প্রথম সকাল সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি মহিদুল ইসলাম, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু, সাবেক সাংগাঠনিক সম্পাদক ওহিদুজ্জামান টিপু প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক সমস্বর সম্পাদক এম এ কাদের, দৈনিক ইনকিলাবের নিজস্ব সংবাদদাতা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাপ্তাহিক স্ব-কাল বাংলা সম্পাদক মিশুক প্রধান, সাপ্তাহিক পদ্মার খবর সম্পাদক ও প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সাংবাদিক মাহফুজুর রহমান শিপন, ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আসাদুজ্জামান আসিফ দৈনিক বাংলাদেশের খবরের গোপাল অধিকারী, ফটো সাংবাদিক সাকিবুর রহমান সাকিব প্রমূখ।
মতবিনিময় কালে গালিব শরীফ বলেন, তাঁর বাবা শামসুর রহমান শরীফ এমপি জাতির জনক বঙবন্ধুর আদর্শের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন জননেতা ছিলেন। তিনি পিতার আদর্শ বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করে বলেন, ঈশ্বরদী প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন তাঁর বাবা। বাবা আজ নেই। বাবার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি প্রেসক্লাবে ঈদপূর্ব মতবিনিময় সভার আয়োজন করেন।