লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় দুটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পরের ভয়াবহ ওই বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে গোটা রাজধানী শহরকে।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান স্থানীয় সংবাদমাধ্যম এলবিসিকে জানান, ওই বিস্ফোরণে রাজধানীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগণিত মানুষ আহত হয়েছেন।
লেবানিজ রেড ক্রসও শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে এবং এখনও অনেকে তাদের বাড়িতে আটকা পড়েছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্তটি। একটি বহুতল ভবন থেকে হঠাৎ করে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়, তারপর ছোটখাটো বিস্ফোরণের পর শক্তিশালী বিস্ফোরণ। এর শকওয়েভে কেঁপে ওঠে পুরো শহর।
কিছু ছবিতে বিস্ফোরণ পরবর্তী ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বেশ কয়েকটি গাড়ি উল্টো হয়ে পড়ে আছে এবং বিধ্বস্ত ভবনটির পাশে জরুরি সেবার কর্মীরা দাঁড়িয়ে আছেন।