লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় দুটি ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫ জন। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমটাই জানানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫ জন। আহতদের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া এখনো ১০ জন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঘটা ওই বিস্ফোরণে বৈরুতের ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আত্মীয়-স্বজনরা এখনো তাদের প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন।
এমন সময়ে দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশটিতে। যারা ২০১৪ সাল থেকে বন্দর এলাকায় এ জাতীয় বিস্ফোরক দ্রব্য মজুদ করছে এবং যাদের মদদে ও উদাসিনতায় এমনটি করার সুযোগ হয়েছে তাদের সবাইকে আটক দেখানো হয়েছে। তারা এখন থেকে গৃহবন্দি থাকবেন। মন্ত্রীসভা সেনাবাহিনীকে এমনটাই নির্দেশ দিয়েছে।