করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার তাণ্ডব চালিয়েছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস। আটলান্টিক সমুদ্রের কাছে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তাণ্ডবলীলা চালিয়ে এই ক্রান্তীয় ঝড় কানাডায় পৌঁছেছে।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী হারিকেন ইসাইয়াসের ঝড়ে নর্থ ক্যারোলিনায় দুইজন এবং নিউ ইয়র্ক, দেলাওয়ারে ও মেরিল্যান্ডে আরো তিনজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে ক্রমেই সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইসাইয়াস।
আস্তে আস্তে এই হারিকেন দক্ষিণ-পশ্চিম কানাডার দিকে অগ্রসর হচ্ছে। এই ঝড়ের কারণে কিউবেকের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে কানাডার হারিকেন সেন্টার। বিবিসি জানিয়েছে, ঘণ্টাখানেকের ঝড়ে নিউ ইয়র্কসহ দেশটির বিভিন্ন স্থানে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। উত্তর ক্যারোলিনা থেকে নিউইয়র্ক পর্যন্ত উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে প্রায় ৩৪ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা।
মঙ্গলবার ভোরে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে হারিকেন ইসাইয়াস উত্তর ক্যারোলিনার উইলমিংটন ও দক্ষিণ ক্যারোলিনার মার্টল সৈকতে আঘাত হানে। ঝড়টি এদিন দুপুরে সর্বশেষ আঘাত হানে নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির শক্তি কমে আসতে শুরু করে। মাত্র ৪০ মাইল বেগে ঝড়টি উত্তরমুখী হয়ে কানাডার দিকে বয়ে গেছে।
এর আগে মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই নিউইয়র্কে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসাইয়াস। নিউইয়র্কে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ মাইল। শহরের বিভিন্ন স্থানে সড়কে ও গাড়ির উপর গাছ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোথাও ঘরবাড়িও ভেঙে পড়েছে।